বিজ্ঞাপন
তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে বিএনপির নীতি হচ্ছে ‘জিরো টলারেন্স’।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের উদ্দেশে মাহবুব উদ্দিন খোকন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সঙ্গে যারা জড়িত—তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে রক্ষা করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শহিদ জিয়ার স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে এবং যথাযথ চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, নির্মম নির্যাতনের মাধ্যমে তার ওপর শারীরিক নিপীড়ন চালানো হয়েছে এবং তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি চিকিৎসার জন্য বিদেশে গমন করেন এবং এখনো তার চিকিৎসা চলছে। দেশের বাইরে থেকেও তিনি জাতির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন খোকন।
বক্তব্যের শেষাংশে তিনি সমবেত নেতাকর্মীদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শারমিন রতন মুনা, মাহমুদুল হাসান শান্তসহ আরও অনেকে।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...