Logo Logo

চাটখিল পৌর বিএনপির আহবায়ককে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


Splash Image

নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলাকালে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ কর্তৃক চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামালকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি চাটখিল পৌর বাজারের অনিতাশ ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় অনিতাশ ফিলিং স্টেশনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলা বিএনপির প্রতি জোর দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য কামাল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন কচি, পৌর বিএনপি নেতা খোকন হাজি, উপজেলা যুবদল নেতা মাসুদ আলম, জেলা যুবদল নেতা ইয়াসিন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...