Logo Logo

পাথরঘাটায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন


Splash Image

‘রাখবো চারপাশ পরিষ্কার, করবো—ডেঙ্গু প্রতিকার’, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাই আমরা এক সাথে’—এমন জনসচেতনতামূলক নানা স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলার রুহিতা, চরলাঠিমারা ও পদ্মা সিসিআরসির উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিয়মিত ফগিং কার্যক্রম জোরদার, মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু শয্যা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন রুহিতা সিসিআরসির সভাপতি বাদল মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “ডেঙ্গু এখন আর শুধু শহরের সমস্যা নয়; গ্রামাঞ্চলেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাম্প্রতিক সময়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পাথরঘাটা গত কয়েক মাস ধরে ডেঙ্গু রেডজোন হিসেবে চিহ্নিত হওয়ায় এখানকার মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কঠোর ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয় দেখা দিতে পারে।”

তারা আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘরবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি, কন্টেইনার, টব, পরিত্যক্ত টায়ারসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিদিন অন্তত ১০ মিনিট সময় দেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের বক্তব্যে বলা হয়, সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে, তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...