বিজ্ঞাপন
থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। পথসভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়ায় সম্ভাব্য মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় মানুষের মনোভাব বিবেচনা করবেন। হাতিয়ার সাত লক্ষাধিক মানুষের স্বার্থ ও মতামত অনুযায়ী দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি করছি। আমরা আশা করি এই সিদ্ধান্ত সকলের পক্ষেই গ্রহণযোগ্য হবে।”
পথসভায় হাতিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়নের দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...