বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলনের সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বকুল এর নিজ বাসভবনে এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচনী পরিস্থিতি, স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়নধর্মী চ্যালেঞ্জসহ স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগে জনগণ অতিষ্ঠ। এ পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়।”
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান, জনগণের সমস্যা, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নির্ভীকভাবে কাজ করার মাধ্যমে সমাজের স্বচ্ছতা নিশ্চিত করতে।
এ সময় উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...