Logo Logo

মনোহরদীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়


Splash Image

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর সঙ্গে মনোহরদীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলনের সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বকুল এর নিজ বাসভবনে এ সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচনী পরিস্থিতি, স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়নধর্মী চ্যালেঞ্জসহ স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগে জনগণ অতিষ্ঠ। এ পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়।”

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান, জনগণের সমস্যা, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নির্ভীকভাবে কাজ করার মাধ্যমে সমাজের স্বচ্ছতা নিশ্চিত করতে।

এ সময় উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...