বিজ্ঞাপন
নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের অবনতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। তার ভাষায়, নির্বাচন ঘনিয়ে এলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সভা–সমাবেশ, বিক্ষোভ ও মিছিলের সংখ্যা বাড়বে, তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দায়িত্ব গ্রহণের সময় পরিস্থিতি অবনতির দিকে থাকলেও গত দেড় বছরের প্রচেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশে অপরাধ বেড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে—একজন নিরাপত্তা বিশ্লেষকের এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশে নানা বিষয়ে অনেকেই বিশ্লেষক দাবি করলেও তাদের যোগ্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন। তাই এ ধরনের মন্তব্যে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চান না।
ভূমিকম্প নিয়ে মানুষকে আগাম সতর্ক করার ব্যবস্থা আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, বাংলাদেশের মতো অনেক দেশেই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা নেই। কিছু দেশে দশ সেকেন্ড আগে সতর্কবার্তা দেওয়ার অ্যাপ আছে বলে শোনা গেলেও, বাংলাদেশেও এমন ব্যবস্থা চালু করা যায় কি না, সে বিষয়ে ভাবা হচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পের পরপরই ছোট আকারের আরেকটি ধাক্কা অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে আবহাওয়াবিদদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান। জলাশয় ভরাট করে ভবন নির্মাণ এবং খোলা মাঠের অভাব মানুষের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...