Logo Logo

আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের


Splash Image

ছবি : সংগৃহীত।

সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ও সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বিজ্ঞাপন


রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামনে দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথভাবে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী, যাতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা নিয়োজিত থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক প্রদান করা হয়। পাশাপাশি ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে নানা অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবার এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...