Logo Logo

বাগেরহাটে লেখক আড্ডা অনুষ্ঠিত


Splash Image

২২ নভেম্বর, ২০২৫ বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ এলিস রচিত নিবন্ধ সংকলন ‘কলমে কলামে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন


আজ শনিবার সকাল ১১টায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মীর মোহাম্মদ মুজিবর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাহিত্য শুধু সৌন্দর্যের চর্চা নয়,এটি সমাজ, রাষ্ট্র ও ইতিহাসের দর্পণ। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে এমন গ্রন্থ প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন লেখকের কলম সমাজকে আলোকিত করতে পারে—‘কলামে কলামে’ তারই একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি লেখকের দীর্ঘদিনের সাহিত্যচর্চা ও সমাজ সচেতন লেখনীর প্রশংসা করেন এবং সাহিত্য অঙ্গনে আরও গবেষণাধর্মী লেখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সহ-সভাপতি প্রফেসর মোস্তাহিদুল আলম রবি ও সাবেক বন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান। তারা সাহিত্য পরিষদের এ আয়োজনকে বাগেরহাটে সাহিত্যচর্চা সম্প্রসারণের সৃজনশীল উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন গীতিকার ও কবি ওমর আলী। প্রকাশিত বইয়ের নিবন্ধ থেকে পাঠ করেন বাচিক শিল্পী ও ভূমি কর্মকর্তা কবি জাকির হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন সাবেক পরিসংখ্যান কর্মকর্তা কবি আলহাজ্ব মোহাম্মদ বরকত আলী।

বাগেরহাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক এম. আলমগীর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মোঃ রাকিব হাসান

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...