Logo Logo

বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


Splash Image

বাকেরগঞ্জ পৌরসভায় একটি পরিবার তাদের নামে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে।


বিজ্ঞাপন


রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী লাইজু বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২১ নভেম্বর (শুক্রবার) তার স্বামী শহিদুল ইসলাম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলে নতুন কমিটি গঠন নিয়ে প্রতিবেশী মো. মাসুদ হাওলাদারের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে শান্ত করেন।

পরবর্তীতে ওইদিন বিকেলে তার দেবর মহিবুল্লাহ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাসুদ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে একটি দলবদ্ধ হামলার শিকার হন। এতে মহিবুল্লাহ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ২২ নভেম্বর (শনিবার) শহিদুল ইসলাম বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মাসুদ হাওলাদার প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে মাসুদ হাওলাদার গ্রেফতার হলে তার স্ত্রী নাসিমা বেগম ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে অভিযোগ করেন লাইজু বেগম।

সংবাদ সম্মেলনে তিনি এই হয়রানিমূলক মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...