Logo Logo

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


Splash Image

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন,যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

মানববন্ধনে বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল,কলেজ,মাদরাসার শিক্ষার্থী ও সচেতন মহলের লোকজন অংশগ্রহণ করেন।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...