Logo Logo

সোনাগাজীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু


Splash Image

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।


বিজ্ঞাপন


আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫০,০০০ টাকা প্রদান করা হয়। নগদ অর্থ বিতরণ করেন ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁঞা। এসময় সোনাগাজী নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার এসব সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। সহায়তা বিতরণকালে নবাবপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রয়োজনমুলক সহায়তার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...