Logo Logo

বরগুনায় অভিনব কৌশলে এক ডাকাতসহ গ্রেফতার ৩


Splash Image

বরগুনার আমতলী উপজেলার আঠারো গাছিয়া গ্রামে ‘হাজার টাকার বাঁধ’ এলাকায় ডাকাতবিরোধী অভিযানে এক ডাকাতসহ তিনজনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। এসময় একটি পাজারো পিকআপ জব্দ করা হয়েছে এবং গাড়ি থেকে বিদ্যুতের ট্রান্সফর্মারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যা চুরি করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


আজ (সোমবার) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জুবলুল হাসান জানান, ভোরে তিনি তথ্য পান যে এলাকায় একটি ডাকাত দল প্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে তিনি মহিপুর থানা ও টুরিস্ট পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে মহিপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে সমন্বিত অভিযানের অংশ হিসেবে আমতলী, পটুয়াখালী জেলা ও গাজীপুর তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট টিম মাঠে নামে। একপর্যায়ে ডাকাতরা আঠারো গাছিয়া গ্রামের ‘হাজার টাকার বাঁধ’ এলাকায় একটি পাজারো পিকআপ রেখে পালিয়ে যায়। পুলিশ ওই স্থান থেকে গাড়িটি জব্দ করে এবং একজন ডাকাতসহ আরও দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি দেওয়ান জুবলুল হাসান আরও জানান, এলাকাবাসীর ধারণা অনুযায়ী আরও দুই-একজন ডাকাত ধানক্ষেতে আত্মগোপনে থাকতে পারে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অন্য এলাকা থেকে ট্রান্সফর্মারের মালামাল চুরি করে নিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, এদের মধ্যে কয়েকজন পাবনা এলাকার বাসিন্দা এবং আরও একজন মহিপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মালামাল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...