Logo Logo

নির্বাচন নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের আলোচনা


Splash Image

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেছেন ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।


বিজ্ঞাপন


আজ (সোমবার) আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তারা মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে নিজের ফেসবুক পোস্টে শার্লি বচওয়ে জানান, বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে মানবাধিকার জোরদার এবং একটি সফল নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

তিনি আরও উল্লেখ করেন, কমনওয়েলথ পরিবারের সনদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের চলমান সংস্কার কর্মকাণ্ড এবং জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টাকে সমর্থন দিতে সংগঠনটি প্রস্তুত রয়েছে। এসব উদ্যোগ দেশের সকল জনগণের কল্যাণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এদিন শার্লি বচওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...