বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম চালু করা হবে।
ইসি সূত্র আরও জানায়, ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে তালিকা প্রিন্টের কাজ শুরু হয়েছে। নির্বাচন-পূর্ব এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...