Logo Logo

দাঙ্গা ও মাদকমুক্ত সরাইল গড়তে সকলের সহযোগিতা চাই : ইউএনও মো: আবুবকর সরকার


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার এর সভাপতিত্বে এ সভা হয়।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ, ভেজাল মসলা বিক্রি, যানজট, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এবং চুরি-ডাকাতি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবুবকর সরকার বলেন, “আমি সদ্য যোগদান করেছি। এ উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সকল সমস্যা সমাধানে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। দাঙ্গা ও মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। মাদক সেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি আরও বলেন, দাঙ্গা উস্কানিদাতা ও জড়িত ব্যাক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সরাইলকে শান্ত ও নিরাপদ এলাকায় রূপান্তর করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। “আমি এখানে কিছু নিতে আসিনি, আপনাদের দিতে এসেছি। সবাই মিলে সহযোগিতা করলে সরাইলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব,”— যোগ করেন তিনি।

সভা শেষে দাঙ্গা-বিবাদ ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও অপরাধ দমনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...