Logo Logo

শিবচরে কবরস্থানের রাস্তা নিয়ে সাংবাদিকের প্রহসন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী


Splash Image

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামে সর্বসাধারণের জন্য নির্মাণাধীন কবরস্থানের রাস্তার জায়গা নিয়ে এক সাংবাদিকের বিতর্কিত ও প্রহসনমূলক কর্মকাণ্ডে এলাকায় চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সানকিরচর গ্রামের কবরস্থানটি প্রধান সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য কোনো স্থায়ী রাস্তা না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে মৃত ব্যক্তিকে দাফনের জন্য নৌকা ছাড়া কবরস্থানে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এই সংকট নিরসনে গ্রামের সাধারণ মানুষ নিজ উদ্যোগে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নিজ নিজ জমির সামান্য অংশ ছাড় দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এতে প্রায় ২৩টি পরিবার বৃহত্তর স্বার্থে জমি ছাড় দিলেও জসীম নামের এক ব্যক্তি এতে সম্মতি দেননি। বরং তিনি নিজেকে মিডিয়া কর্মী হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে প্রশাসনের তদন্তে উক্ত ব্যক্তির জমি বাদ রেখে বিকল্প পথে রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হলেও জসীম সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জাতীয় পর্যায়ে সংবাদ প্রকাশ করেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

এর প্রতিবাদে সোমবার বিকেলে (২৪ নভেম্বর) সানকিরচর গ্রামের সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ‘এই রাস্তা আমাদের গ্রামের, এই রাস্তা কবরের। কোনো ষড়যন্ত্র আমরা মানব না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবাই জমি দিলেও একজন ব্যক্তি জমি দিতে রাজি হননি। তাই আমি তার জমি না নিয়েই রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আক্রোশমূলক সংবাদ প্রকাশ করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।”

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে নির্মিত কবরস্থানের এই রাস্তা দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য। একই সঙ্গে তারা সাংবাদিকতার নামে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...