Logo Logo

সংসদ নির্বাচনে সাদা ও গণভোটে রঙিন ব্যালট ব্যবহার করা হবে : ইসি সচিব


Splash Image

ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য রঙিন ব্যালট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাদা রঙের হবে এবং গণভোটের ক্ষেত্রে ব্যবহৃত হবে ভিন্ন রঙের ব্যালট। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পৃথকীকরণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনী সরঞ্জামাদি ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠপর্যায়ে পাঠানো হবে। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকবে।

মক ভোটের বিষয়ে তিনি বলেন, “আগামী শনিবার মক ভোটের ব্যবস্থা করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হবে।”

নির্বাচন ব্যবস্থাপনায় এই পদক্ষেপগুলো ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...