বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগ কিংবা মধ্যবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উপযোগী। এখন এমন কোনো অবস্থা নেই, যা নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কাও নেই বলে তিনি মন্তব্য করেন।
দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক বিষয়। এতে কিছুটা অন্তর্দলীয় সমস্যা থাকা অস্বাভাবিক নয়। তবে এসব বিষয় দলীয় কাঠামোর স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দলের বৈশিষ্ট্যই হলো প্রতিযোগিতা। একাধিক প্রার্থীর উপস্থিতি থেকেই বোঝা যায় বিএনপির গণভিত্তি কতটা শক্তিশালী ও বিস্তৃত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...