বিজ্ঞাপন
আয়োজকদের সাথে কথা বলে জানা যায় উক্ত ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশ সেরা মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে এবং ট্যাব রাউন্ডে প্রতিটি দল চারটি করে ডিবেট করবে।উক্ত ডিবেট আয়োজিত হবে এশিয়ান পার্লামেন্টরি (এপি) সিস্টেমে। ট্যাব রাউন্ড থেকে মোট আটটি দল কোয়াটার ফাইনালে যাবে।
ইভেন্টটির আহ্বায়ক উপমা দত্ত বলেন, দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য এক নতুন মঞ্চ, দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল।প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দক্ষিনবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকার বাইরে হওয়ায় কম সুযোগ সুবিধা নিয়েও গৌরবের সাথে পরিচালিত হয়ে আসছে৷ তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে রেখেছে গুরুত্বপূর্ণ পদচারণা। তার ই ধারাবাহিকতায় খুব শীঘ্রই বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল, যা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য একটি শিক্ষণীয় মঞ্চ।সারা বাংলাদেশের বিতার্কিকদের সাথ সাথে দেশ সেরা বিতর্কের বিচারকদের মিলনমেলা ও হয়ে উঠবে এই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য দেশের সেরা বিতার্কিকদের একত্র করে এই অঞ্চলের ডিবেট সংস্কৃতিকে সমৃদ্ধ করা। দক্ষিণাঞ্চলের ছাত্র-ছাত্রীরা প্রায়শই জাতীয় মঞ্চ থেকে দূরে থাকে, আর তাই তাদের বিতর্ক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ।প্রান্তিক অঞ্চলের প্রতিষ্ঠান হওয়ায় এমন আয়োজন খুব বেশি সহজ নয়। তবুও আমাদের দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিকল্পনার মাধ্যমে এই ডিবেট ফেস্টিভ্যাল এর আয়োজন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চাই প্রতিটি দল সুন্দরভাবে অংশগ্রহণ করুক, নিজেদের যুক্তি ও বিশ্লেষণকে আরও প্রগাঢ় করুক এবং দেশের বিতর্ক সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারুক।আমি বিশ্বাস করি এই ইভেন্টটি দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য একটি মাইলফলক হবে। এটি প্রমাণ করবে, রাজধানীর বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ও দেশের শীর্ষ বিতর্ক প্রতিষ্ঠান গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। আমাদের লক্ষ্য একটাই—ডিবেটকে শিক্ষণীয়, সমৃদ্ধ, এবং সকলের জন্য উন্মুক্ত করা।
বিইউডিএস এর সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন,বিতর্কের মূল উদ্দেশ্য থাকে মানুষের মনের পরিবর্তন আনা,যুক্তির মাধ্যমে মানুষের নিজের চিন্তা ভাবনা অন্যের কাছে পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় আমাদের ইভেন্টটির আয়োজন করার মূল্য উদ্দেশ্য হলো দেশ সেরা বিতর্কিকদের একটা মঞ্চে নিয়ে আসা, যাতে বিভিন্ন অঞ্চলের বিতর্কিকরা নিজেদের সংস্কৃতি অন্যের সামনে তুলে ধরতে পারে এবং একই সাথে সত্য কে তুলে ধরতে পারে।
উল্লেখ্য,এর আগে ২০২৩ সালে আয়োজিত হয়েছিল বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...