Logo Logo

সাতক্ষীরা ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল


Splash Image

সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা-দেবহাটা) থেকে বিএনপির মনোনয়ন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের পক্ষে ঘোষণার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর সাতক্ষীরা-খুলনা রোড মহাসড়কের বিনেরপোতা মেঘনার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ঋশিল্পী স্কুলের সামনে গিয়ে পুনরায় মেঘনার মোড়ে ফিরে এসে বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রকৃত কান্ডারী আব্দুল আলীমকে দ্রুত ঘোষণা করতে হবে। আব্দুল আলীম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মানবে না বলে তারা স্পষ্ট জানান।

তাদের অভিযোগ, যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন দলছুট নেতা এবং তাকে তারা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে জাতীয় পার্টি থেকে আসা আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে আসছেন। তার নেতৃত্বেই সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। তারা জানান, আব্দুল আলীম ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি সাংগঠনিক কাঠামোকে সুসংহত ও শক্তিশালী করেন।

নেতাকর্মীরা বলেন, শত জুলুম-নির্যাতনের পরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে গেছেন। শহরতলীর ১৩ নম্বর লাবসা ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে বর্তমান পর্যন্ত টানা সাতবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। এমন একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপির ভরাডুবি অনিবার্য হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মশাল মিছিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ইসমাইল হোসেন নিরব উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...