Logo Logo

পিরোজপুরে সমমনা ৮ ইসলামী দলের লিয়াঁজো কমিটির যৌথ সভা


Splash Image

বরিশালে অনুষ্ঠিতব্য সমমনা ৮ ইসলামী দলের যৌথ আঞ্চলিক মহাসমাবেশকে সামনে রেখে পিরোজপুরে ৮ ইসলামী দলের লিয়াঁজো কমিটির প্রথম প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠেয় আঞ্চলিক মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ইসলামী দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইয়াহিয়া, খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আলাউদ্দিন শেখ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সদস্য সচিব মাওলানা মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী নেতা ডা. আব্দুল্লাহিল মাহমুদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসেন জুয়েল, জামায়াত নেতা মাওলানা রমজান হোসেন খলিফা, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, আসন্ন বরিশাল আঞ্চলিক মহাসমাবেশ ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তারা দলীয় ঐক্য জোরদার ও মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...