বিজ্ঞাপন
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম আচরণ নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ৪৮০ জন নারী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সামগ্রী ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন। একই দিনে তিনি উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এছাড়া বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ছত্তার ঘাট পয়েন্টে ডিম সংগ্রহকারী ও মৎস্যজীবীদের উপস্থিতিতে তিনি ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পাশাপাশি ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
এই পরিদর্শন সফরে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...