বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় খাসের হাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে অংশ নেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা জেলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সেতু না থাকায় এই অঞ্চলের মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ নানাবিধ ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত সেতু নির্মাণ করা হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় বক্তব্য রাখেন শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত, চাঁচড়া মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী মো. লিটন হাওলাদার, আবদুর রহমান প্রমুখ।
বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...