Logo Logo

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি


Splash Image

দেশের ৬৪ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিজ্ঞাপন


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার এসপি নিয়োগ লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময়ই জানানো হয়েছিল, বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম এ ধরনের ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির পূর্বে প্রার্থীদের একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয়। যারা ইতিপূর্বে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ রাখা হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকা থেকেই লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৬৪ জন কর্মকর্তাকে নতুন এসপি হিসেবে নির্বাচন করা হয়।

নির্বাচন ঘিরে প্রশাসনিক কাঠামোকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...