Logo Logo

ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদী সিইসি


Splash Image

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, তবে ভোটের আগ পর্যন্ত এটি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশা করছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষা করে একটি সুষ্ঠু ও সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে নিখুঁত নয়, তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।”

ভোট প্রতিহত করার যে হুমকি রয়েছে, তাও নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বসহকারে গ্রহণ করেছে। সিইসি বলেন, “যদি কেউ ভোট প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এই নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...