Logo Logo

ফেনীর শর্শদিতে ৮ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা, আহত ৩


Splash Image

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদাদাবী, বোমা হামলা ও মারধরের ঘটনায় তিনজন নারী আহত হয়েছেন। আহতরা হলেন আনোয়ারা বেগম, নারগিস সুতানা ও রাশেদা বেগম।


বিজ্ঞাপন


পরে সোমবার (২৪ নভেম্বর) ফেনী মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য খুরশিদ আলম ও আকবর হোসেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় কামরুজ্জামান থেকে তারা সাত শতক জমি ক্রয় করেন। জমিতে ঘর নির্মাণ শুরু করলে মাটি কামাল নামে এক ব্যক্তি তাদের ঘর নির্মাণ করতে বাধা দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। প্রায় ২০ দিন পর পুনরায় কাজ শুরু করলে কামাল তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধিতে মামলা দায়ের করেন। মামলায় তারা রায় পেয়ে যান।

তবে অভিযুক্ত কামাল হোসেন তাদের কাছ থেকে ৮ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা না দেওয়ায় সোমবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনে বিস্তৃত বোমা বিস্ফোরণ ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে তিনজন নারী আহত হন। অভিযোগে আনোয়ারা বেগম উল্লেখ করেছেন, তাকে একটি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার আবদুল কুদ্দুছের ছেলে কামাল হোসেন (৪৫) ও নুর করিম (৩৫) সহ আরও অজ্ঞাত ৮–১০ জন। তারা অভিযুক্তদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...