বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসা মাঠে এই বর্ণাঢ্য ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ এর সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রাশেদুল হাসান তানিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর খিরাটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব সিরাজ উদ্দীন মাঝি, মনোহরদী পৌরসভায় কর্মরত মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ রেনু মিয়া ও অভিজ্ঞ পল্লী চিকিৎসক ডাঃ আব্দুল মতিন প্রমূখ।
এ সময় মনোহরদীতে অবস্থিত অন্যান্য প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
বক্তারা মাদরাসা ঐক্য পরিষদের এই ধরণের গঠনমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বিশেষত এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের উপর জোর দেন। একইসাথে, ভবিষ্যতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান-উন্নয়নে এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার জন্য ঐক্য পরিষদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের একদম শেষে, প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।
শিক্ষাবিদ ও অভিভাবকবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই পরীক্ষার ফলাফল স্থানীয় বেসরকারি মাদরাসাগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে এবং সামগ্রিকভাবে ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...