Logo Logo

কোটালীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন, প্রদর্শনী এবং সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের মাঝে প্রাণিসম্পদ পালনে উৎসাহ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।


বিজ্ঞাপন


আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এই সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, খামারী খোকন শেখ প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন বলেন, "জনগণকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হচ্ছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে।"

উদ্বোধনের পূর্বে উপজেলায় একটি সড়ক র‍্যালিও অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের পালিত উন্নত জাতের প্রাণিসম্পদ প্রদর্শন করেন, যা সাধারণ মানুষের নজর কাড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...