বিজ্ঞাপন
নিহত আব্দুল হান্নান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনতা ইউনিয়নের পানেশ্বর গ্রামের হাজি সুরুজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি ছাগলনাইয়া থেকে জোরারগঞ্জ যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মোহাম্মদ আদনান সাংবাদিকদের বলেন, “নিহত আব্দুল হান্নানের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়রা দুর্ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে সচেতনতা বৃদ্ধি ও সড়ক–রেল পারাপার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...