Logo Logo

দাগনভুঁইয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন


Splash Image

ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নত” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ সকালে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভুঁইয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দাগনভুঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহিদ, প্রকৌশলী জুয়েল দাস, দাগনভুঁইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমাম হাছান কচি, খামারি আবু নাছের তুহিন এবং উপজেলা ডেইরি ফার্মের সভাপতি আলাউদ্দিন আলোসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই খাতে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এতে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।

অনুষ্ঠান শেষে আয়োজিত প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এতে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...