বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, “তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক শক্তিকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসন সর্বদা তরুণদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমুখী কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...