Logo Logo

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে রাজবাড়ীতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


Splash Image

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে রাজবাড়ীতে টি–১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাজবাড়ী শহরের মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, “তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক শক্তিকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসন সর্বদা তরুণদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমুখী কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...