Logo Logo

রামুতে বিজিবির অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার


Splash Image

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামুতে বিজিবির যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৬ লক্ষ টাকা মূল্যের ১২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের দায়ে এক সিএনজি চালককে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

সিএনজি চালক জালাল উদ্দিন (২৬), পিতা- রোস্তম আলী, গ্রাম- নাইক্যংখালী হ্নীলা, ডাকঘর- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার—কে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...