Logo Logo

নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ


Splash Image

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৩১ বিজিবি।

‎এর আগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

‎বিজিবির অধীনস্থ নলুয়াপাড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘ম্যানশন হাউজ’ ৪৭ বোতল এবং ‘সিগনেচার’ ২৪ বোতল জব্দ করা হয়।

‎বিজিবি জানায়, আটককৃত মদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

‎অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...