বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. এরফান উদ্দিন ও সহকারী কমিশনার ফারাজ হাবীব খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ল্যাবসিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে তদারকি চালানো হয়।
পরিদর্শনে দেখা যায়, ল্যাবসিটি ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের কাছ থেকে পরীক্ষার নামে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির এক্সরে করার অনুমতি না থাকা সত্ত্বেও এক্সরে সেবা প্রদান করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারের প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রিপনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রাশেদুল হাসান, ডা. আমির খসরু, এমটি ল্যাব মাঈনউদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের সময় স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন গাইডলাইন অনুসারে প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ডকুমেন্টস যাচাই করা হয়। এর মধ্যে ছিল ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুমোদনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। পাশাপাশি ল্যাবের ভৌত অবকাঠামো, অপেক্ষাকক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্সরে ও ল্যাব কক্ষ, যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় আছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, “ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা নিয়মিত নজরদারি করছি।”
এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, “জেলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও মানসম্মত রাখতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...