বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় প্রদর্শনী ও মেলা, যা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।
প্রদর্শনীতে মোট ২২টি স্টল অংশ নেয়। এতে দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, কবুতর, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, গরু, ছাগল, ভেড়া এবং নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। খামারিদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে উদ্বুদ্ধ করাই ছিল প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এ উপলক্ষে ৬টি ক্যাটাগরিতে ২২ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে খামারি, প্রযুক্তিবিদ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয় এ আয়োজন।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...