ছাগলনাইয়ার নতুন ইউএনও সৈয়দ ফারহানা পৃথা।
বিজ্ঞাপন
যোগদানের আগে সৈয়দ ফারহানা পৃথা নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে ছিলেন সমাদৃত ও আস্থাভাজন এক কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার উন্নয়ন অগ্রগতিকে আরও গতিশীল করা, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী। বিশেষ করে নাগরিক সেবা সহজীকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কার্যকর হবে বলে মনে করছেন সচেতন মহল।
নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের চাহিদা ও উন্নয়ন পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...