ছবিতে: ভুক্তভোগী সবুজের মা।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক লোমহর্ষক ভিডিওতে দেখা যায়, ইতালিগামী ওই তিন যুবককে নির্মমভাবে মারধর করছে মাফিয়ারা। ভিডিও পাঠিয়ে বারবার ফোন করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মুক্তিপণ না দিলে আরও কঠোর নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, নুর আলম নামের এক দালালের মাধ্যমে ওই তিন যুবককে লিবিয়ায় পাঠানো হয়েছিল। তবে ঘটনার পর থেকে নুর আলম নিখোঁজ রয়েছেন বলে পরিবারগুলোর দাবি। তারা আশঙ্কা করছেন, একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র পরিকল্পিতভাবে এ অপরাধ সংগঠিত করছে।
মানবাধিকারকর্মীরা ঘটনাটিকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, মানবপাচার এখন কেবল অর্থনৈতিক অপরাধ নয়; এটি মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, “উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্ত দালালদের গ্রেপ্তার এবং আটক যুবকদের নিরাপদে উদ্ধার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...