Logo Logo

সোনাইমুড়ীতে দেনা–পাওনা বিবাদের জেরে ব্যবসায়ী নিহত


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে দেনা–পাওনা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আব্দুর রহিমকে আমিশাপাড়া বাজারে দেনা–পাওনা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মারধর করে। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী সংবাদকর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, “নিহত ব্যবসায়ী লক্ষীপুর জেলার বাসিন্দা। দেনা–পাওনা নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে, যার পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

পুলিশ ঘটনাটি তদন্তের জন্য প্রস্তুত আছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...