Logo Logo

পাথরঘাটায় হরিণের মাংস ও চামড়া জব্দ


Splash Image

বরগুনার পাথরঘাটা উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও দুটি হরিণের চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের বরগুনা স্টেশনের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হরিণঘাটা এলাকায় চোরাকারবারিদের একটি সিন্ডিকেট হরিণের মাংস পাচারের চেষ্টা করছে—এমন তথ্য পাওয়ার পর কোস্ট গার্ড সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বলেন, “হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী শিকার ও পাচারের বিরুদ্ধে আমাদের নজরদারি সবসময় জোরদার থাকে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ মাংস ও চামড়াগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে কাজ চলছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পাথরঘাটা ফরেস্ট বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝেই বন্যপ্রাণী শিকারচক্র সক্রিয় হয়ে ওঠে। কোস্ট গার্ড ও বনবিভাগের অভিযানের ফলে সম্প্রতি এসব চক্র কিছুটা দুর্বল হলেও এখনো সুযোগ পেলে তারা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। তাই নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...