Logo Logo

পিরোজপুরে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদ ও ৮ দফা দাবীতে বিএনএ’র বিক্ষোভ সমাবেশ


Splash Image

পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখা।


বিজ্ঞাপন


বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) সকালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট (এনটিআই) চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করেন পিরোজপুরের নার্সরা। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনএ পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সাধারণ সম্পাদক মনোয়ারা পারভিন, কোষাধক্ষ রুমা মজুমদার, ছাত্র-ছাত্রী প্রতিনিধি সাজেদা খানম, মিডওয়াইফ প্রতিনিধি শিখা বেপারী, নার্সিং ইনস্ট্রাক্টর বেবী রায়, মিডিয়া উইং মিজানুর রহমান এবং ছাত্র প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।

বক্তারা জানান, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, স্বাধীনতা এবং পেশাগত উন্নয়নের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাদের ৮ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান। দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে বিএনএ’র নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...