Logo Logo

গোপালগঞ্জ পৌরসভায় টাউন ফেডারেশন নির্বাচন সম্পন্ন


Splash Image

পর্যায়ক্রমে সভাপতি রুনু বেগম, সাধারণ সম্পাদক সিমু ও কোষাধ্যক্ষ আমিনা বেগম।

গোপালগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আজ (বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো টাউন ফেডারেশন নির্বাচন ২০২৫। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


সভাপতি পদে রুনু বেগম (প্রতীক: মই) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস নাসিমা নজরুল (প্রতীক: আনারস) পান ৬৩ ভোট। অল্প ব্যবধানে হলেও এই ফলাফলকে অনেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে অভিহিত করেছেন।

সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে বিজয়ী হন সিমু (প্রতীক: ছাতা)। তিনি পেয়েছেন ৯৫ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী নার্গিস (প্রতীক: কলস) পেয়েছেন ৩৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে আমিনা বেগম (প্রতীক: আম) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল (প্রতীক: গোলাপ) পেয়েছেন ৫১ ভোট।

নির্বাচিতরা জানিয়েছেন, শহরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা, সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিতভাবে পরিচালনা করা এবং নাগরিক সেবা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে তাদের প্রধান লক্ষ্য। ভোটাররাও নির্বাচিত কমিটির প্রতি উন্নয়নমুখী নেতৃত্বের আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...