ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন বালা ওই গ্রামেরসুধীর বালার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিবেশী আব্দুল কুদ্দুস সিকদারের জমিতে পানি দেওয়ার জন্য নিজ ঘর থেকে বৈদ্যুতিক লাইন এনেমোটর স্থাপন করছিলেন লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পানিতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি দীপালি বালা (৫৫) বলেন, ঘটনার সময় মাঠেরদিকে তাকিয়ে দেখতে পাই লিটন হঠাৎ করে পানিতে পড়ে গেছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জানতে পেরেছি লিটন মারাগেছে ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, হাসাপাতালের আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। এটি একটি নিছক দুর্ঘটনা। নিহত লিটনের পরিবারের কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করাহয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেওজানান ওই কর্মকর্তা ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...