Logo Logo

প্রশাসক নিয়োগেও সেবায় ভাটা—বাড়ছে ভোগান্তি, আগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রত্যাশা ইউনিয়ন বাসীর


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও সাধারণ মানুষের ভোগান্তি কমছে না। প্রশাসনিক বিভিন্ন কাজে জটিলতা ও দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে দিন দিন।


বিজ্ঞাপন


প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে গতি কমে গেছে বলে অভিযোগ করছেন এলাকার সাধারণ মানুষ। জন্মনিবন্ধন সনদ, প্রত্যয়নপত্র, দরিদ্র সনদ, সরকারি সুবিধা সংক্রান্ত তথ্য যাচাইসহ নিত্য প্রয়োজনীয় কাজে এখন একাধিকবার গিয়ে ফিরে আসতে হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

স্থানীয়দের ভাষ্য, আগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বে থাকাকালে বেশ দ্রুত ও স্বচ্ছভাবে কাজ সম্পন্ন হতো। জনসেবায় তার আন্তরিকতা ও উপস্থিতি ইউনিয়ন বাসীর আস্থা অর্জন করেছিল। ফলে প্রশাসক নিয়োগের পর সেবার ধারাবাহিকতা ভেঙে যাওয়ায় এখন অনেকেই আবার আগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরে পাওয়ার দাবি তুলেছেন।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান,“আগে কাজগুলো একদিনেই হয়ে যেত। এখন একই কাজের জন্য বারবার ইউনিয়ন পরিষদে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে, সমস্যা বাড়ছে। আমরা চাই আগের মতো দ্রুত সেবা ফিরে আসুক।”

অভিযোগ পাওয়া সত্ত্বেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান, সেবার গতি বাড়ানো এবং জনগণের ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...