Logo Logo

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে অ্যাড. নুর হোসেন


Splash Image

অ্যাডভোকেট মো. নুর হোসেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন।


বিজ্ঞাপন


ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। এ ছাড়া ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগে যোগ দেওয়ায় বহিষ্কৃত হন, ২ ও ৩নং যুগ্ম সম্পাদক পরিবারসহ স্থায়ীভাবে ঢাকায় বসবাস করায় দলীয় কর্মকাণ্ডের বাইরে অবস্থান করছেন এবং ৪নং যুগ্ম সাধারণ সম্পাদক পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে উপজেলা বিএনপির কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সাধারণ সম্পাদক পদের শূন্যতা তাৎক্ষণিকভাবে পূরণের প্রয়োজন দেখা দেয়।

এ অবস্থায় উপজেলা নির্বাহী কমিটির অধিকাংশ নেতার লিখিত আবেদনের ভিত্তিতে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয় যে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব আশা প্রকাশ করেন—তিনি দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে রাজাপুর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ইউনিটে রূপ দেবেন।

দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাডভোকেট নুর হোসেন বলেন, “সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।”

জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “তারা যে আস্থা রেখেছেন, তা রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করব। উপজেলা বিএনপির নেতাকর্মী এবং ৬ ইউনিয়নের দায়িত্বশীলদের সহযোগিতা প্রয়োজন।”

এদিকে অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট নুর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...