Logo Logo

আশুগঞ্জে বিএনপির খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৯ নভেম্বর) বিকালে আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

দোয়া মাহফিলে প্রধান অতিথি শাহজাহান সিরাজ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের প্রতি তাঁর অবদান অপরিসীম। তার বর্তমান শারীরিক অবস্থা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে। আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করছি, মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. মেজবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মাদবরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া বিশেষ মোনাজাত করেন। স্থানীয় নেতাকর্মীরা একত্র হয়ে তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...