Logo Logo

কোরবানিগঞ্জ যুব সমাজ কল্যাণ ক্লাবের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা' অনুষ্ঠিত


Splash Image

শনিবার (২৯ নভেম্বর) দেওয়ানবাজার ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি শাহ কামালের পরিচালনায় এবং ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সাদতের সভাপতিত্বে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।


বিজ্ঞাপন


চট্টগ্রাম মহানগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের কোরবানিগঞ্জ-বালুয়ারদীঘির পাড় যুব সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায়, বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা’ উদ্ভোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথি ডাক্তার একেএম ফজলুল হক বলেন এলাকার সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে পেরে ধন্য মনে করেন এবং ভবিষ্যতে এই এলাকায় হাসপাতাল ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা ব্যক্ত করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার আমীর আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ, চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন পরিচালনা সচিব সচিব তাওহীদ আজাদ।

মেডিকেল সেবা ক্যাম্পে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টরা ৬০০ এর অধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। একই সঙ্গে সকল রুগীকে ফ্রি মেডিসিন বিতরণ, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়।

এলাকার গরীব অসহায় সাধারণ মানুষজন ফ্রিতে চিকিৎসা সেবা ও ফ্রিতে ঔষধ পেয়ে খুবই অনিন্দিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...