বিজ্ঞাপন
নিহতরা হলেন নগরীর নতুন বাজার এলাকার হাসিব এবং বাগমারা এলাকার রাজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় দুপুরের দিকে কয়েকজন সন্ত্রাসী দুই যুবককে কুপিয়ে ও গুলি করে জখম করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসিব ঘটনাস্থলেই মারা যান, আর রাজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে রক্ত, গুলির খোসা, চাপাতি ও দুটি মোটরসাইকেল পড়ে ছিল। হামলার পেছনের কারণ এবং আসামিদের শনাক্তে তদন্ত চলছে।”
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান আরও জানান, নিহতরা দুজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।
পুলিশ বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...