Logo Logo

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিল্পপতি আবুল বাসার খান


Splash Image

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পপতি মো. আবুল বাসার খান। তিনি মধুখালীর রাজ্জাক জুট মিলের কর্ণধার।


বিজ্ঞাপন


গত শুক্রবার রাতে ওই কারখানার সম্মেলন কক্ষে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিন উপজেলার দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবুল বাসার খান বলেন, “জাতীয় নির্বাচন আর বেশি দূরে নেই। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনগণের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন লালন করেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”

আবুল বাসার খান উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে। তিনি উল্লেখ করেন, “মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করি। জামালপুরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলাম। কিন্তু ছাত্রজীবন শেষে জীবন-জীবিকার লড়াইয়ে নেমে আর রাজনীতি করিনি। তাই পরে কোনো রাজনৈতিক দলে জড়িত হইনি।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মাত্র ৪০০ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ধীরে ধীরে ব্যবসা-বাণিজ্য করে আজ তিনি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন। তিনি তিনবার সিআইপি নির্বাচিত হয়েছেন এবং তার শিল্প প্রতিষ্ঠানগুলোতে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। আবুল বাসার খান বলেন, “সুখে-দুঃখে জনমানুষের পাশে থেকেছি এবং এখনও সেই চেতনাই আমাকে নির্বাচনে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...