বিজ্ঞাপন
সভা শেষে আয়োজকদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় এবং ফানুস উড়ানো হয়, যা অনুষ্ঠানের প্রস্তুতি ও উৎসাহ বৃদ্ধির অংশ হিসেবে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য সচিব মো. ওয়াহিদ মিয়া কুটি, যুগ্ম আহ্বায়ক ডা. মির্জা আরিফুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
সভায় জানানো হয়, এবারের আয়োজনে থাকবে বর্ণিল শোভাযাত্রার পাশাপাশি স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা পাঠ, নৃত্য, সংগীত, বাঁশি, কমেডি, জাদু প্রদর্শনী এবং র্যাফেল ড্র। সমাপনী সন্ধ্যায় সোলস ব্যান্ড, নগরবাউলখ্যাত জেমসসহ দেশের শীর্ষস্থানীয় অন্যান্য ব্যান্ড ও একক শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন ফি দুই হাজার থেকে তিন হাজার টাকা রাখা হয়েছে। অংশগ্রহণের জন্য ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে fzsaa.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
উদযাপন পরিষদের প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক রাজীব খান জানান, দেশের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যেই অনুষ্ঠান সংক্রান্ত সংবাদ প্রচার শুরু হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচারণা আরও জোরদার করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...