Logo Logo

যশোরে ৫টি বিদেশি পিস্তল ও সাড়ে ৪ কেজি গাঁজা সহ যুবক আটক


Splash Image

যশোরে ডিবি পুলিশ পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে।


বিজ্ঞাপন


আটক লিটন গাজী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তিনি আটক হওয়ার আগে নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে বসবাস করতেন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম অংশগ্রহণ করে। পরে তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লিটন গাজী অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এছাড়া, পূর্বেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। এই ঘটনায় তার সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...